Watch Live Bangladesh vs Zimbabwe T20:

টেস্টের লড়াই শেষ। আফগানিস্তানের কাছে লজ্জার হার ভুলতে এখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দিকে তাকিয়ে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। টস হওয়ার কথা ছিল ৬টায়। কিন্তু বৃষ্টির পর ভেজা আউটফিল্ডোর কারণে মাঠ এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় টস হয়নি।

আজ (শুক্রবার) সারাদিনই ঢাকায় কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরেছে। আপাতত বৃষ্টি বন্ধ। তবে মিরপুরের মাঠ অনেকটাই ভেজা রয়ে গেছে। মাঠ শুকানোর জন্য কাজ করে যাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা।

সময়মতো খেলা শুরু হচ্ছে না। তবে মাঠে নামতে যেন তর সইছে না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। একদিকে মাঠকর্মীরা নিজেদের কাজ করে যাচ্ছেন, সাকিবও যেন সে সবের খোঁজখবর নিতেই চলে এলেন মাঠে।

সাকিব দলের অধিনায়ক, মাঠ দেখতে তিনি আসতেই পারেন। তবে টাইগার অধিনায়ক যে গাড়িতে চড়ে এসেছেন, দেখে অনেকেই অবাক। তাকে বসে থাকতে দেখা যায় ক্রিকেট রোলারের ওপর, যেটি পুরো মাঠ ঠিকঠাক করার জন্য কাজ করে যাচ্ছিল।